Friday, 8 November 2013

আমার রক্তাক্ত উপহার

আমার রক্তাক্ত উপহার- 
তিনটি শব্দের ঝঙ্কার, 
ঠিক যেন সম্পর্কের এপিটাফ| 
কোথায় কখন কিভাবে হয়েছিল শুরু? 
জীবনের পথরেখা বেয়ে শুধু বয়ে গেছে 
ভালোবাসার অন্তঃস্রোতা ফল্গুধারা- 
হয়ত শত দ্বিধার বাঁধা পেরিয়ে 
বলে ওঠা হয়নি কোনদিন| 
না বলা  সেই শব্দগুলো সব- 
ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে পত্রাকার| 
গুমরে ওঠা ভাব্নার আজ পুর্ণ অবয়ব - 
আমার রক্তাক্ত উপহার| 

মনে পড়ে সেই কলেজ ফেরত তৃষ্ণার্ত  চোখের খোঁজ- 
ডাকবাক্সের  কোনায় পড়ে থাকা একটি খাম, 
হাতে নিয়ে খোলা চিঠি খোলা ছাদের কোনে, 
দুনিয়া ভোলা মনযোগে প্রতিটি নিঃশ্বাসের শব্দ শুনে - 
শুধু বারবার ঘুরে ফেরা প্রতিটি শব্দের চারপাশে | 
কখন কিভাবে কোথায় যে শুরু ছিল সেই স্বপ্নের- 
শেষ খুঁজে পাইনি আজ ও , 
শুধু মনে পরে- আমার রক্তাক্ত ঊপহার| 

যেদিন শব্দে এল নিমন্ত্রন- 
সে যে হয়নি আমার কোনদিন, 
তবু যেন প্রতিটি মুহুর্ত  আমার 
শুধুই ভরে ওঠে - সযত্নে রাখা 
আমার স্বপ্নস্মৃতির  আল্পনা| 
ধারা দুটি বয়ে গেল দুই দিকে - 
বুকে বয়ে নিয়ে গেছে জমে থাকা যন্ত্রনা 
ফিরে ফিরে আসে স্বপ্নের মাঝে - 
স্মিত হাসি হেসে বলে - 
আমার রক্তাক্ত  উপহার|

No comments:

Post a Comment