Monday, 4 November 2013

আমার মোনালিসা

কোথায় যেন হারিয়ে ফেলেছি ছোট্ট একটি ইছ্ছে! 
দীপাবলীর লক্ষ দীপমালার ঝক্ঝকে হাসি 
কেন যে জাগায় না- 
সেই কলরোল এই রক্তস্রোতে? 

আমায় ফিসফিসিয়ে জানায় আমার মন- 
বহুদূরে কেউ হয়ত বা 
পারেনি যোগ দিতে আনন্দ আসরে, 
হয়তো বা তাকিয়ে দুর আকাশের শুকতারার পানে- 
তৃষ্ণার্ত হৃদয়ে অপেক্ষায় কয়েকটি শব্দের, 
শরীরের কষ্টকে মনের জোরে জয় করে - 
ঝক্ঝকে হাসির উপহার সাজিয়ে 
চিত হয়ে শুয়ে আছে বিছানায়| 
আমায় একটু ভাবতে দাও- 
মনচিত্রপটে আঁকতে দাও আমার সেই ছবি, 
শুয়ে থাকা মোনালিসা- 
ঠোঁটের কোনে ঝোলানো হাসির বদলে 
উপহার দিল জলতরঙ্গের কলধ্বনি| 
শ্রান্ত দেহে এলিয়ে মাথা - 
শব্দের বন্যায় ভাসিয়ে নিল আমার মুহূর্তগুলো, 
সেই ঝক্ঝকে চোখদুটো - 
জ্বালিয় দিল শতসহস্র দীপমালা আমার অন্তরে, 
আবার তার মসৃন স্পর্শে জেগে ওঠে সেই কলরোল 
আমার রক্তস্রোতে| 

আমার স্বপ্ন আমায় ফিরিয়ে দাও আমার আনন্দ উত্স|

No comments:

Post a Comment