Tuesday, 19 November 2013

ভালোবাসা

কাজে অকাজে করছি ফোন, 
কোথায় যে আছে আমার মন| 
ঠিক যখন ই পড়ছে মনে, 
রিং টি আমার বাজছে কানে| 
কিভাবে যেন বুঝে ফেলিস 
তোকে আমি করছি যে মিস| 
সকাল বেলা ঘুম ভেঙ্গে যেই 
দিন কি রাত পাইনা তো খেই| 
মনটি তখন জানতে যে চায় 
ঘুমন্ত মুখটা কেমন দেখায়| 
সুর্যের হাসি দেখার পরে
আমায় কি তোর মনে পরে?
দিনের শুরু হয় না যে মোর
গলা না পেলে কাটে না ঘোর|
ব্যাস্ত দিনে কাজের মাঝে
মারিস উঁকি সকাল সাঁঝে|
লিখি যখন আমি ছড়া
তোর কথাটাই ভেবে সারা|
শুনতে পেলে মিষ্টি গলা
কাটাতে পারি সারা বেলা|
বছর ধরে ঋণ জমেছে
সুদের ভার তাই চেপেছে|
সেই হাসিটি দেখতে পেলে
মনটা ওঠে নেচে খেলে|
ষষ্ঠ 'ম' কারের এই যে নেশা
এটাই হলো ভালোবাসা

No comments:

Post a Comment