Friday, 22 November 2013

একটা স্বপ্ন আসুক

দেহের উত্তাপ জানান দিয়ে যায় জ্বরটা জাঁকিয়ে বসেছে, 
নতুন শীতের উদাস রাতে, শিরশিরানি এক অদ্ভুত ভালোলাগা, 
উপরওয়ালা কে মাসকা মেরে বলি- দাও না আমায় একটা স্বপ্ন - 
হঠাত ঘুম ভাঙ্গা রাতে যদি দেখতে পাই - 
কম্বলের উত্তাপের মাঝে কপালে রাখা সেই ঠান্ডা হাতের ছোঁয়া, 
স্বপ্নের গলিতে কুয়াশার ছায়া, 
উষ্ণ ঠোঁট যেন শুষে নিতে চায় সব উত্তাপ এ দেহের, 
ভাইরাসের কোলাহল হঠাত থেমে গিয়ে যেন- 
শুধুই উত্তাল রক্তের কল্লোলধ্বনি, 
এসেছে ফিরে সেই স্বপ্নের ভগ্নাংশ, 
যা শুধুই রয়েছে আমার কল্পসঙ্গীতের প্রথম সুর হোয়ে| 
ঝকঝক দাঁতের একটি মিষ্টি হাসির ছোঁয়া- 
নিঃশ্বাসের শ্বব্দে আমার প্রানের ভ্রমর গুঞ্জে ওঠে , 
বিদ্যুতের ঝিলিক আমার প্রতিটি প্রত্যঙ্গের ধমনীতে, 
ও এসেছে আমার পাশে | 
ঠিক যেন ফিরে পাওয়া আমার সেই হারানো স্বপ্নের ভগ্নাংশ- 
শরীরের শিউলির গন্ধ করেছে আমায় মাতাল, 
এক হয়ে যায় অস্তিত্বের প্রতিটি কোষ, 
সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পরে আমার স্বপ্নের বালুকাবেলায়, 
সেই চেনা সুরের ঝঙ্কার ওঠে তন্ত্রীতে| 
হালকা রাতবাতির আলোয় শিল্যুয়েটে দেখতে পাই - 
এক হোয়ে যাওয়া প্রকৃতির সেই দুই সৃষ্টির উদ্দামতা| 
হেই ভগবান- আসুক না সেই স্বপ্নের ভালোলাগা, 
আসুক না আমার জ্বরো রাতের ঝড় 
ভাসিয়ে নিয়ে যাক না মোরে - ওই দিগন্তের কাছে|

No comments:

Post a Comment