Wednesday, 20 November 2013

মন

মন কে ছেড়ে মন কি রে ভাই থাকতেপারে  একা? 
মন যদি পায় মনের হদিশ যেটাকাঁচা পাকা, 
মন যে আমার খুশীর হাওয়ায় মজিয়েছে মোর  মন 
মন কে তুমি মন দিয়েছ ,ভাবছ সারাক্ষন| 
মন টি আমার ছোট্ট ছিল মনের আড়ালেতে 
মন যে তখন মনের দিশা পায়নি খুজে পেতে| 
মন তো তখন মিষ্টি হেসে মনকে দিত ডাক, 
মন তখনি শুধরে দিত মনের নেওয়া বাঁক| 
মন টা যে রে লিখত চিঠি মনের রাখা ডাকে, 
মনের কথা মন ভাবত চিঠি পড়ার ফাকে| 
মন কে যখন মনটি লিখে পাঠাতো সেই জবাব, 
মন  তখনই পড়ত সেটা ভেবে মনের স্বভাব| 
মনটা যে ভাই নিজের রূপে মনকে দিল ছোঁয়া, 
মন তো তখন মনের মাঝে করছে আসা যাওয়া| 
মন কে সেদিন মনটা শুধু ফেললো ভালবেসে, 
মন বোঝেনি মনের ভাব মনের কথার ফাঁসে | 
মন ভেবেছে মনটা মনের পড়েনি কো বাঁধা, 
মনের কাছে মনটা ছিল চিরকালের ধাঁধা| 
মনটা সেদিন ভুল বুঝে যে মনকে দিল ছুটি, 
মনের কথা ভেবেই শুধু মনটা হল  দুখী| 
মন বিনা যে মনটা রে ভাই কাটালো বহু বছর 
মন ছিল না শুধুই ছিল মনের অন্য বহর| 
মন যে আবার হঠাত সেদিন মনের মাঝে মারল এসে উঁকি, 
মনের নামে আঁকা ছবিটা মনরে দেয়নি ফাঁকি| 
মনের স্বপ্নে মন তো ছিল চিরকালই পাগল, 
মনের নেশা মনের মাঝে খুলে দিয়েছে আগল| 
মন যে আমার চিরকালই মনের আপন প্রাণ, 
মন যে ছিল  মনের কাছে ভগবানের দান|

No comments:

Post a Comment