Friday, 8 November 2013

সে

কথায় কথায় পড়লো মনে - 
সেদিনটা ছিল ছুটির দিন, 
পড়ছে মনে কার ও কথা 
বুক করছে চিন চিন| 

অসুখটা তো নয়কো সোজা- 
চলছে সে তো অনেক দিন, 
শুরু যে ছিল ছোট্ট বেলায় 
এখনো ভাবি এইতো সেদিন| 

শুনলে হাসি কাপতো বুক- 
ওটাই ছিল পরম সুখ, 
বললে কথা হতো না শেষ, 
ঝগড়া হাসি চলতো বেশ| 

এই তো সেদিন ছিলাম সকুলে, 
ছুটে যেতাম চারদিক ভুলে, 
কখনো যদি না হতো দেখা 
উদাস মন হত বকের পাখা| 

দিনের শেষে  সন্ধ্যের পরে- 
পড়তে বসে ভেবেছি তারে, 
মুচকি হাসি আসতো ঠোঁটে- 
কালকের দিনটা কেমন কাঁটে| 

তারপরেতে কলেজে গেলাম- 
বিরহতে খুব দুঃখ পেলাম, 
পাতা পাতা জমতো  চিঠি, 
ছিল যে আমার জিয়ন কাঠি| 

সবই ছিল পারিনি কো তাও- 
বলতে তারে মনের কথা , 
সেই থেকে তো হল শুরু 
আজকের এই বুকের ব্যাথা| 

লুকিয়ে তারে হৃদয় মাঝে - 
কাটালাম দিন বছর পার, 
সব কিছু তো ঠিকই ছিল 
হলো নাকো তাও সে  তো আমার| 

আজও যে আমার একই ভাবে 
বুকটি কাঁপে শুনলে গলা, 
আশায় আছি জন্মপারে 
হবে যে দেখা হবে তো বলা| 

মাঝরাতের এক স্বপ্ন যখন- 
আজ ও আমায় জাগিয়ে দেয়, 
খুজতে থাকি আমার পাশে 
হয়ত আছে জড়িয়ে আমায়| 

থাকুক সুখে আছে যেথায় 
ভাব্নায় সে আজ ও আমার, 
বিধাতাও যে হার মেনেছে 
দিয়েছে আমায়  এইটুকু ছাড়|

No comments:

Post a Comment