Tuesday, 26 November 2013

ফিরে পাওয়া তুমি

হারানো পৃথিবীর ওপার হতে ভেসে আসা সেই সুর, 
বর্তমানের বাস্তবের অস্তিত্ব কে প্রশ্ন করে- 
কেন আজ তুমি খুঁজে ফের সেই সুরখানি 
হারিয়েছ যা দ্বিধার জালে জড়িয়ে ? 
ফিরে আসা অতীত প্রতি মুহুর্তে শুধু জানান দেয় 
চির সত্য শুধু গাঁথা আছে অন্তরের গভীরে , 
যেখানে দ্বার বন্ধ রেখে আগলেছে তারে 
হৃদয়ের মণিকোঠায় - আমার সেই আমি| 

ছবি ভেসে ওঠে অসুস্থ সেই ম্লান দীর্ঘায়ত চোখের 
স্বপ্নাতুর হাসির , এনে দেয় জোয়ারের ঢল- 
ভাসিয়ে দেয় দ্বিধা দ্বন্দের সব বেড়াজাল, 
ফিরে পাওয়া অতীত উড়িয়ে নিয়ে যায় মোরে, 
বসে তার পাশে যদি হাতখানি নিয়ে হাতে, 
ফিরে পাই সেই সুর সেই ছোঁয়া- 
দিতে পারি ফিরায়ে তারে মোর জীবনের উত্তাপ| 

কখনো দেখেছি তাঁরে মোনালিসার ঠোঁটের কোনে- 
কখনো বা পেয়েছি তারে বনলতার ঐন্দ্রিয়তায়, 
কখনো বা একেছি তাঁরে জুলিয়েটের মরমী রূপে- 
আজ ও ফিরে পাই মুহুর্তের কম্পন , 
হৃদয়ের অলিন্দে শিরা উপশিরায় - 
বিধাতার আশীর্বাদে আজ ও সে আমার মন- 
আমার স্বপ্নের সেই পরী- 
সিংহাসনে বিরাজিছে যে সে , যুগান্তের ও পারে, 
নিজেকে হারায়ে খুঁজি তাহারই নয়নো মাঝে

No comments:

Post a Comment