Friday, 14 March 2014

সেই পৃথিবী

রাস্তার ধারে ওরা দুজনে হাত ধরে হেতে যাচ্ছিল- 
অকারণে হাসি , হাতে হাত চেপে ধরা,কথার মাঝে ছুয়ে ছুয়ে যাওয়া, 
দুনিয়ার কোন খেয়াল ছিল না ওদের সেদিন,শুধু দুজনে- 
আমার মনে পড়ে সেই আউট্রাম ঘাটের ধারে সার্কুলার রেলের ধার দিয়ে, 
গঙ্গার বুকে দুবন্ত সুর্যের ম্লান আলোয় ভেসে থাকে নৌকোগুলোর দৃশ্যপটে, 
কংক্রীট বেঞ্চের ওপরে বসা ওরা দুজনে , বাকী সব ্ভাসমান নির্জীব। 
বহুবছর বাদে দৃশ্যমান পরিবর্তিত প্রেক্ষাপটে আরেক দৃশ্য- 
শপিং মলের ফুড কোর্টে টেবিলের দুধারে দুজন , 
নিচু স্বরে গম্ভীর মুখে ওরা আলোচনারত জীবনের কঠিন সমস্যার সমাধানে, 
পৃথিবী শুধু বাড়িয়েছে চাপ, নিয়েছে কেড়ে প্রেমের নির্মল সুখ, 
ওরা আজ ও গিয়ে বসে গঙ্গার ধারে হাতে হাত রেখে- 
শুধু আড়চোখে খুজে দেখে যদি কোন চেনা চোখ মিলে যায় চোখে, 
দ্বিধার কুয়াশায় জড়িয়ে উঠে দাড়ায়, মনে ভবিষ্যতের সমস্যার ছায়া। 
পৃথিবীটা বদলে গেছে এই শতকের দরজায়- 
প্রেমের ব্যাখ্যান আজ নাটকের একেক অঙ্কের রসদ, 
জীবিকার নিশ্চয়তা,স্বচ্ছলতার শীর্ষক ভালোবাসার মাপদন্ড- 
আজ ও গঙ্গার বুকে অস্ত যায় চিরনুতন সুর্যের গোলাটা- 
শুধু দেখবার চোখগুলো আজ দেখে না স্বপ্ন, 
প্রেমিকার হাতে হাত রেখে প্রেমিক নেয় না চিরসঙ্গের অঙ্গীকার- 
এই পৃথীবিটাকে আবার কবে ফিরে পাব আমার মতো করে , 
এসো আমার হাত ধরে আবার স্বপ্ন দেখতে শেখাও আমায়- 
সব ভুলে যেন ভেসে যেতে পারি নীল আকাশে হাঁসের মেলা ডানায় চড়ে, 
আমার সেই স্বপ্নের সাম্রাজ্যে যেখানে শুধু আমি ও আমার কল্পরাজ্য।

No comments:

Post a Comment