Thursday, 20 March 2014

তোমার

তোমার চুলের বন্যায় সবুজ বনভুমির চাঞ্চল্য, 
তোমার দু চোখে খুজে পাই আরব সাগরের গভীরতা- 
তোমার তীক্ষ্ণ নাকের ডগায় শিশিরের মুক্তবিন্দু, 
তোমার পেলব ঠোঁটে শিল্পীর হাতটান, 
তোমার মসৃণ গ্রীবায় মরালীর সজীবতা, 
তোমার পীণোন্নত স্তনে হিমালয়ের স্নিগ্ধ ঔদ্ধত্ত- 
তোমার সজীব উপত্যকায় ক্লোরোফিলের প্রাচুর্য, 
তোমার নাভিমুলে মানস সরোবরের শীতল আহ্বান- 
তোমার হারিয়ে যাওয়া রহস্যের অন্ধকারে স্যাঁতসেতে উষ্ণতা, 
তোমার পিঠের পাড়ে হারিয়ে যাওয়া দিগন্তের খোঁজ- 
তোমার সুডোল পায়ের গোছায় মসৃণ বৃক্ষ ত্বকের স্পর্শ, 
তোমার বাহুপাশে আশ্বাসের আহ্বান, 
তোমার নখের দর্পনে খুজে পাই আমার প্রতিবিম্ব- 
তোমার বিম্বদেশ খুজে পাওয়া নরম আশ্রয় , 
তোমার স্পর্শে দেহে বাজে বিদ্যুতের ঝঙ্কার। চুলের বন্যায় সবুজ বনভুমির চাঞ্চল্য, 
তোমার দু চোখে খুজে পাই আরব সাগরের গভীরতা- 
তোমার তীক্ষ্ণ নাকের ডগায় শিশিরের মুক্তবিন্দু, 
তোমার পেলব ঠোঁটে শিল্পীর হাতটান, 
তোমার মসৃণ গ্রীবায় মরালীর সজীবতা, 
তোমার পীণোন্নত স্তনে হিমালয়ের স্নিগ্ধ ঔদ্ধত্ত- 
তোমার সজীব উপত্যকায় ক্লোরোফিলের প্রাচুর্য, 
তোমার নাভিমুলে মানস সরোবরের শীতল আহ্বান- 
তোমার হারিয়ে যাওয়া রহস্যের অন্ধকারে স্যাঁতসেতে উষ্ণতা, 
তোমার পিঠের পাড়ে হারিয়ে যাওয়া দিগন্তের খোঁজ- 
তোমার সুডোল পায়ের গোছায় মসৃণ বৃক্ষ ত্বকের স্পর্শ, 
তোমার বাহুপাশে আশ্বাসের আহ্বান, 
তোমার নখের দর্পনে খুজে পাই আমার প্রতিবিম্ব- 
তোমার বিম্বদেশ খুজে পাওয়া নরম আশ্রয় , 
তোমার স্পর্শে দেহে বাজে বিদ্যুতের ঝঙ্কার।

No comments:

Post a Comment