Thursday, 5 December 2013

সেই তুমি

দেখতে যদি নাই বা পেলে 
     ছিলে গো তুমি হিয়ার মাঝে 
লুকিয়ে ছিলে আমার মনে 
     নাই বা ভাবলে সকাল সাঁঝে| 

কোথায় যেন হারিয়েছিলাম 
    মনের মানুষ রতন খানি 
ফিরে যখন পেলাম তোমায় 
   ভাগ্যটাকে এখন মানি| 

রইবে তুমি অন্তরেতে 
  হোক না যোজন দুরের কোনে 
ভাবছি আমি তোমায় শুধু 
    এই কথা কই কানে কানে| 
   
সেদিন  যখন পারিনি তোমায় 
    বলতে আমার মনের কথা, 
ভাবতে গিয়ে সমাজ সজন 
   মনের মাঝে পেলাম ব্যাথা| 

আজকে  যখন পেলাম তোমায় 
    যোজন দুরের আব্ছায়াতে, 
আমার মনের দুয়ার খুলে 
   ডাকছি তোমায় দিনে রাতে|

No comments:

Post a Comment