Sunday, 20 October 2013

একটি অসমাপ্ত স্বপ্নের ভগ্নাংশ

একটি অসমাপ্ত স্বপ্নের ভগ্নাংশ 
আজ ও যে মেলাতে পারিনি, 
রাতের আধারে ভোরের কুয়াশায়- 
শুধু অবিরত করেছি চেষ্টা| 

একটি অসমাপ্ত স্বপ্নের ভগ্নাংশ- 
কৈশোরের অচপল দ্বিধায় যার জন্ম, 
আজ ও জাগিয়ে দেয় মাঝ রাতের স্বপ্ন থেকে- 
পারিনি মেলাতে হিসেবের অঙ্ক| 

একটি অসমাপ্ত স্বপ্নের ভগ্নাংশ-
জমে আছে ইচ্ছের বাস্প হয়ে,
শ্রান্তির পথ ধরে দিনের শেষের গোধুলিতে-
আজ ও যেন নিয়ে যেতে চায় মোরে তার কাছে|

একটি অসমাপ্ত স্বপ্নের ভগ্নাংশ-
হয়তো বা মিলে যাবে জন্মের পারে,
আজ ও খুজে ফিরি দশমিকের বাদের অঙ্কগুলো;
কেন যে আমারে ফিরিয়ে দিয়েছে বারেবারে|

একটি অসমাপ্ত স্বপ্নের ভগ্নাংশ-
শুধু বেঁচে আছে শব্দে গন্ধে ছন্দে-
এক্গুছ্ছ কথামালা ,পত্রের ইতিহাস হয়ে,
সেই হাসি সেই স্বর সেই চোখের পলকে|

No comments:

Post a Comment