Thursday, 20 February 2014

আমার ভাবনা

আমায় একবার শুধু আমার মতো করে ভাবতে দাও, 
আমার নজরে পড়ে সেই অতিমানবদের অতিমানবিক চেষ্টা - 
শরীরের শেষ শ্বেতবিন্দু খরচা করে ওরা রুটির জোগারে, 
দিনের শেষে বিন্দু বিন্দু সুখের কণা ঝরে পড়ে মানুষগুলোর কপাল থেকে, 
ক্লান্ত দেহে হাসিমুখে হেটে ফেরে নিজের ডেরায় হয়তো বা কেউ অপেক্ষায়, 
ঘুমন্ত কতগুলো শিশু চোখ পেটের খিদে ,অমলিন হাসি নিয়ে অধর অপেক্ষায়, 
জীবনের এদিকে তারা বেঁচে আছে শুধু আজকের জন্য, 
পারে না একচোখ ভগবান কেড়ে নিতে এই সুখের সাগর। 

আমায় একবার শুধু আমার মতো করে ভাবতে দাও, 
আমার নজরে পড়ে সেই রংমাখা তকমা আঁটা মুখোশ পরা মানুষগুলোর, 
যারা অভিনয় করে গেল সারাটা জীবন শুধু মহত্বের ফেক ধরে, 
দামী খাবারের প্লেটে ফেলে যায় আধা উচ্ছিষ্ট হয়তো এক পরিবারের দিনের খোরাক, 
রঙ্গীন পেয়ালায় তুফান উঠিয়ে দেশের অর্থনীতির করে সমালোচনা, 
নিজের স্বার্থসিদ্ধির পথে মানে না আপন রক্তের বাধা , 
সুখের পৃথিবীতে শুধু নেই তাদের রাতের ঘুম। 

আমায় একবার শুধু আমার মতো করে ভাবতে দাও, 
আমার মনের মাঝে লুকিয়ে থাকা ইচ্ছেটাকে উসকে দিই- 
সব ছেড়ে ভেসে পড়ি সেই অজানা আশঙ্কিত আনন্দের উত্স সন্ধানে, 
ফিরে চলে যাই আজ সেই শুরুর খড়িদাগে, 
যেখানে শুধু ছিল একমুঠো ভালোলাগা ছড়ানো জীবনের গন্ধ, 
কোন হাসি, কোন কথা, কোন ভালোবাসা শুধু শুদ্ধতার অনুরনণ, 
আজ ও আমি যেন শুধু বেঁচে থাকি আজকের জন্যই শুধু ওদের মতো।

স্বপ্নের আবর্তে

কখনও কোনদিন ভেবে দেখেছ কেন ভালবেসে কষ্ট পাও? 
একদিন হারিয়ে  যেও দিক্শুন্যপুরের দিকে সব বাঁধা পেরিয়ে, 
সেখানে দেখতে পাবে ফুলের গন্ধে মাটির নেশায় মাতাল সব মানুষ, 
তাদের মাঝেই খুজে পাবে সেই ভালবাসার মানুষ- 
কখনো দেবে না যে কোন কষ্ট তোমায় আমার মতন করে, 
কোনদিন চাইবে না সে ফেরত সোনালী দিনের উপহার। 
কেউ কি কখনো শেখায়নি তোমায় স্বপ্ন দেখতে? 
কখনো স্বপ্নের গল্প ভাবিয়েছে তোমায় দিনের ব্যাস্ততার মাঝে? 
রইলো আমার স্বপ্নের দেশে নেমন্তন্ন তোমার- 
এসে বসে ঘুরে দেখ আনন্দের হাট যেথায় সাজানো শুধু প্রেমের ডালা, 
হাসবে খেলবে নাচবে গাইবে শুধু নতুনের নেশায় সেথায়, 
প্রতিটি দিনের মাঝে খুজে পাবে শুধু আমার তিল তিল জমানো ভালোবাসা। 
তুমি ,তোমার স্বপ্ন আর তোমার ভালোবাসা , 
তিনটি মাত্রা নিয়ে ঘুরে ফেরে আবর্তে ,শুধু ফিরে আসে শব্দের প্রতিফলন 
সকাল সুর্যের উজ্জ্বলতা মনে পড়ায় তোমার ঝক্ঝকে হাসি, 
দিনের শেষের ক্লান্তি শুধু ভুলতে রাজি শব্দে তোমার অনুরণনে, 
আমার দিকশুন্যপুরে রইলো তোমার নিমন্ত্রণ, 
স্বপ্নের প্রতি মুহুর্তে শুধু তুমি ,আমার স্বপ্ন, আমার ভালবাসা।